অনেকের কাছে ফ্রিল্যান্সিং মানে শুধু টাকা আর টাকা।
আবার অনেকে মনে করেন একটা কম্পিউটার ল্যাপটপ বা মোবাইল কিনে তিন বা ছয় মাস এর কোর্স করলেই ফ্রিল্যান্সার হওয়া যায়।
ফ্রিল্যান্সার হতে হলে মেধাবী, পরিশ্রমী, ধৈর্যশীল এবং এক্সপার্ট (অভিজ্ঞ) হওয়া লাগে।
একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে অক্লান্ত পরিশ্রম এবং দির্ঘদিন সাধনা করতে হয়।
একজন ফ্রিল্যান্সার দিন রাত পরিশ্রম করে টাকা ইনকাম করে।
রাতকে রাত মনে করে না, দিন কে দিন মনে করেনা।
টাইম মতো গোসল খাওয়া-দাওয়া ঘুমানো কোনটাই হয় না। আম্মু পাশে চা এনে রাখলে সেটা কখন যে শরবত হয়ে যায়? সেটাও দেখার সময় হইনা।
ফ্রিল্যান্সাররা ঠিকমত কোন আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যেতে পারে না, বন্ধুদের সাথে ঠিক মতো আড্ডা দিতে পারেনা।
একটু ভালোভাবে চলাফেরা বা ঘুরাঘুরি করলেই অনেকে শুধু এইটা দেখেই মনে করে আমরা অনেক সুখী। কিন্তু এর মাঝে কত রাতের ঘুম কত পরিশ্রম লুকিয়ে থাকে। সেটা শুধু ফ্রিল্যান্সাররাই বলতে পারবে।
আর যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদেরকে অব্যশই অনেক ধর্যশীল পরিশ্রমী এবং মেধাবী হতে হবে। আর এইটাই আমরা পারিনা, আর ফ্রিল্যান্সার হয়ে উঠাও হই না।
অনেকে কাজ শেখার আগে প্রশ্ন করেন ফ্রিল্যান্সিং শিখে আমি মাসে কত টাকা ইনকাম করতে পারবো।
আপনি মাসে কত টাকা পাবেন সেটা এখনি ভাবা যাবে না। আগে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে হবে।
আর কোনো কাজই সহজ নয় কঠোর পরিশ্রম করে সফলতার দার প্রান্তে পৌছাতে হয়।
যে কোনো কাজ এ ধৈর্য ধরে পরিশ্রম করলে একদিন না একদিন সফলতা আসবেই ইনশাআল্লাহ্ আরো জানতে ভিজিট করুন